ভারতের বিপর্যয়, অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড জয়

ভারতের স্মৃতি মান্ধানা নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে ১ হাজার রান সম্পূর্ণ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তবে তার অসাধারণ ইনিংসেও ভারতের জয়ের দেখা মেলেনি। নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩০ রানের বিশাল স্কোরও ৩ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেটে রানের তাড়া করার বিশ্বরেকর্ড গড়ে জিতেছে। এক ওভার বাকি থাকতেই সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয় নিশ্চিত করে। অজি অধিনায়ক অ্যালিসা হিলি একাই ম্যাচ ঘুরিয়ে দেন, ১০৭ বল খেলে ১৪২ রান করেন। বল হাতে জয়ের মূল কৃতিত্ব অ্যানাবেল সাদারল্যান্ডের, যিনি ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন।

রোববার (১২ অক্টোবর) বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুতে কিছুটা সাবধানী হলেও দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা দ্রুত আগ্রাসী রূপে খেলতে শুরু করেন। তারা ১৫৫ রানের জুটি গড়ে। স্মৃতি মাত্র ৬৬ বল খেলে ৮০ রান করেন, ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। এ ইনিংসের সময়ই তিনি এই পঞ্জিকাবর্ষে ১ হাজার রান পূর্ণ করেন।

মান্ধানা বিশ্বের প্রথম নারী ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। চলতি বছর তিনি ১৮ ম্যাচে ১০৬২ রান সংগ্রহ করেছেন। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি ওয়ানডেতে সর্বোচ্চ রান গড়ার রেকর্ডও স্থাপন করেছিলেন। এর আগে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক ১৭ ম্যাচে ৯৮২ রান করেছিলেন।

ভারতের রান তখন ১৯২, দ্বিতীয় উইকেট পতনের সময়। ৯৬ বলে ৭৫ রান করা প্রতিকা রাওয়ালকে ফেরান সাদারল্যান্ড। হার্লিন দেওল ২২ বল খেলে ৩৮ রান করেন। ভারত অধিনায়ক হারমানপ্রীত ১৭ বল খেলে ২২ রান করেন। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ভারত ৩৩০ রানে অলআউট হয়।

অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হয় ওপেনিং জুটি হিলি ও লিচফিল্ডের মাধ্যমে। পাওয়ার প্লের পর রান বাড়ার গতি কিছুটা ধীর হলেও হিলি একাই দলের জন্য জয়ের রাস্তা খুলে দেন। ফোব লিচফিল্ড ৪০ রান করেন। চোটের কারণে এলিস পেরি এক পর্যায় ব্যাট করতে না পারলেও পরে মাঠে ফিরে আসে। হিলি ও অ্যাশলে গার্ডনার চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন। ভারতের চেষ্টার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিজয় থামানো যায়নি।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]