না’গঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা, নারীসহ নিহত ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক গাড়িচালক ও পথচারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।

সোমবার (২৪ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

জানা যায়, ফতুল্লায় আগুনের খবরে চাষাড়া ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাবার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি চাষাড়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায় চালক জাহাঙ্গীর আলম মারা গেছেন। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, ফায়ার সার্ভিসের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। পরে আরেকটি গাড়ি ফায়ার সার্ভিসের গাড়িটিকে ধাক্কা দেয়।

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের চালক ও এক পথচারী নিহত হয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আছে।