নারায়ণগঞ্জে সজিব হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ শীর্ষ নেতাদের আসামি করে মামলা

নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মোহাম্মদ সজিবের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ মোট ৪৫ জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া আরও একশ থেকে দেড়শ অজ্ঞাত ব্যক্তিকেও এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত ৪ সেপ্টেম্বর রাতে আদালতের নির্দেশে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। নিহত সজিবের বাবা মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন শিমরাইল এলাকায় দোকান বন্ধ করে আন্দোলনে যোগ দেন সজিব। তখন আন্দোলন দমন করতে গোপন বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার নির্দেশ, ওবায়দুল কাদেরের পরিকল্পনা এবং শামীম ওসমানের নেতৃত্বে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালান। গুলিতে সজিব গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান।

সজিবকে গত বছরের ২২ জুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর মামলা করার চেষ্টা করলেও থানা কর্তৃপক্ষ গ্রহণ করেনি বলে বাদী অভিযোগ করেন। পরবর্তীতে আদালতের নির্দেশেই মামলাটি রেকর্ড হয়।

আসামিদের তালিকায় আরও আছেন সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও কৃষক লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতিন প্রধান, যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, এবং ছাত্রলীগ নেতা শাহজালাল বাদলসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।