অনলাইনে গুজব প্রতিরোধে এনসিএসএ চালু করলো ২৪ ঘণ্টার নজরদারি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য, ভুয়া খবর ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এই সেল সার্বক্ষণিক পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার কাজ করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এই উদ্যোগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, নাগরিকদের অনুরোধ করা হচ্ছে কোনো তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক কনটেন্ট শনাক্ত করলে তা এনসিএসএ-কে অবহিত করা। তিনি সতর্ক করেছেন, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে ভুয়া তথ্য, ফটো, ভিডিও বা অন্যান্য প্ররোচনামূলক কনটেন্ট থেকে নিজেকে বিরত রাখুন এবং আপনার বন্ধুদেরও সচেতন করুন।

এছাড়া, সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন হেল্পলাইন সেবা চালু রেখেছে। নাগরিকদের অভিযোগ জানাতে চারটি ই-মেইল ঠিকানা নির্ধারণ করা হয়েছে—

১. report_betting@ncsa.gov.bd : অনলাইন জুয়া সম্পর্কিত অভিযোগের জন্য
২. report_misinfo@ncsa.gov.bd : গুজব, misinformation বা disinformation সংক্রান্ত অভিযোগের জন্য
৩. report_harassment@ncsa.gov.bd : ফেক প্রোফাইল, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্টের মাধ্যমে হয়রানির অভিযোগের জন্য
৪. report_cii@ncsa.gov.bd : গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানের সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য

তিনি জানিয়েছেন, এসব ই-মেইলের মাধ্যমে যেকোনো সময় তথ্য ও অভিযোগ পাঠানো যাবে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]