রাবি শিক্ষার্থী সোনিয়ার চিরকুট: ‘আমি খুব করে বাঁচতে চেয়েছি’

‘আমি খুব করে বাঁচতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা’-এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯–২০ শিক্ষাবর্ষের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা।

বুধবার (১২ নভেম্বর) ভোর ৬টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ার আবাসিক ভবনের সপ্তম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। একটিতে লেখা ছিল-“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম না করা হয়। আব্বু-আম্মু, ধ্রুবতারা আমি তোমাদের খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।”

অন্য চিরকুটে লেখা ছিল-“আমি খুব করে বাঁচতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে, শিগগিরই বিস্তারিত জানা যাবে।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালিক জানান, সকালে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা মামলা করেছেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]