ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণসহ নানা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে। এই দানবীয় শক্তিকে প্রতিহত করতে জনপ্রশাসনসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মুফতি রেজাউল করীম বলেন, পতিত ফ্যাসিস্টরা তাদের অতীত অপরাধের জন্য অনুতাপ প্রকাশ করেনি; বরং এখন তারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাস উসকে দিচ্ছে। তাদের কাছে দেশ, জনগণ বা দেশের সম্পদ গুরুত্বপূর্ণ নয়—নিজস্ব দলীয় স্বার্থই প্রধান। যারা নির্বিচারে মানুষ হত্যা করে ও দেশের কোটি কোটি টাকা লুট করে, সেই মাফিয়া সংগঠনকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এসব বাহিনীর মধ্যেও কেউ ওই অপশক্তির সঙ্গে জড়িত থাকতে পারে—সে বিষয়ে নজর রাখতে হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
চরমোনাই পীর বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি বা গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। অপশক্তির যেকোনো উত্থান রুখতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।





