কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সদর উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজ্জাদ আলম নিলয়ের নির্দেশনায় সাবেক অর্থ বিষয়ক সহ-সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মো. রাসেল তালুকদারের নেতৃত্বে শতশত ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহণে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে রাসেল তালুকদার বলেন, বিগত দিনে বিএনপি সব ধরনের অন্যায় নির্যাতন সহ্য করে দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। আমাদের ছাত্রনেতা সাজ্জাদ আলম নিলয় ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো। যাতে করে বিগত দিনের ন্যায় উনি সামনের দিকে ও যাতে সকল ধরনের অপকর্মের হোতাদের আতঙ্কের কারণ হয়ে সমাজ থেকে সকল নৈরাজ্য দূর করে জনগণের জন্য একটি স্থিতিশীল সমাজ ব্যবস্থা কায়েম করতে পারেন। সেই লক্ষ্য নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সব সময় নিলয় ভাইয়ের নেতৃত্বে রাজপথে ছিল আছে ও থাকবে ইনশাআল্লাহ।
এতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল নারায়ণগঞ্জ-এর সভাপতি হাসান সিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খালেদ হাসান হৃদয়, ফতুল্লা থানা তরুণদল সভাপতি রাসেল গাজী, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম রিমনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।
								
								




