আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা সম্প্রতি রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে ডিবি। রোববার (২ নভেম্বর) রাত থেকে সোমবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮), ছাত্রলীগ কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), চাঁদপুর যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুরের কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) এবং বরিশাল মহানগর ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, উত্তরা, মগবাজার, কদমতলী ও বাড্ডা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, রোববার রাত ১০টা ৪৫ মিনিটে পল্লবী এলাকা থেকে সোহেল ফকির এবং একই রাতে যাত্রাবাড়ী থেকে নাহিদ হাসান শাওনকে গ্রেপ্তার করে ডিবি টিম। পরদিন সকালে উত্তরা ৬ নম্বর সেক্টর থেকে মাহবুব আলমকে এবং রাত সাড়ে ১১টার দিকে মগবাজার থেকে নিজাম উদ্দিন কিরনকে আটক করা হয়। এছাড়া কদমতলী থানার শ্যামপুর এলাকা থেকে রিয়াদ মাতুব্বর ও বাড্ডা থেকে সিরাজুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়। তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতরা সম্প্রতি রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের আয়োজন ও অংশগ্রহণ করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।