নাট্যকর্মী শামীম আকতার ভিডিও কলে স্ত্রীকে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নাট্যকর্মী শামীম আকতার (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে এই করুণ ঘটনা ঘটান।

শামীম আকতার স্থানীয় নাট্যদল ও বেসরকারি টেলিভিশনের নাটকে নিয়মিত অভিনয় করতেন এবং নাট্যকর্মী শামীম নামে পরিচিত ছিলেন। স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, শামীম ও তার স্ত্রী মুক্তা আক্তার দুই মাস আগে একসাথে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রায় ৩০ লাখ টাকা খরচ করে ভিসার প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু শামীম ভিসা জটিলতায় আটকে যান, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়।

শামীমের ভাই জানান, ইতালিতে থাকা ভাবি ফোনে জানালেন, শামীম ঘরের ভিতর গলায় ফাঁস দিচ্ছেন। তিনি বাজার থেকে দৌড়ে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন শামীম ঝুলছেন। শামীম তার স্ত্রীর জন্য প্রতি মাসে ৭০ হাজার টাকা পাঠানোর চাপ, দূরত্ব ও হতাশার কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।

স্থানীয়রা জানান, শামীম ও তার স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ছিল। কিন্তু দূরত্ব, অর্থসংকট ও মানসিক চাপের কারণে শামীম এমন করুণ সিদ্ধান্ত নেন। বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর সদস্য আশরাফুল ইসলাম বলেন, শামীম ছিলেন দলের প্রাণ, তার মৃত্যুতে সবাই শোকাহত।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদনের কাজ করছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]