অগ্নি দুর্ঘটনা ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানে মাউশির বিশেষ নির্দেশনা

দেশজুড়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে রোববার (২০ অক্টোবর) এ নির্দেশনা জারি করা হয়।

মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে সংশ্লিষ্ট সবাইকে রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখতে হবে। এছাড়া এসির প্লাগ খুলে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অফিস বা প্রতিষ্ঠান ত্যাগের আগে এসব বিষয় সঠিকভাবে যাচাই করে দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। এই নির্দেশনা সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।

সম্প্রতি দেশে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে অধিদপ্তর।
১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যু হয়। এরপর ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালে কারখানায় আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা। সর্বশেষ ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে, যা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ২৭ ঘণ্টা পর। এসব ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপদ রাখতে সতর্কতা জারি করেছে মাউশি।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]