‘সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ আর নেই

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সতীশ শাহকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা চেষ্টা চালালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পণ্ডিতের ভাষায়, বলিউড একটি অসাধারণ প্রতিভাকে হারাল। তিনি শুধু সফল অভিনেতাই ছিলেন না, ছিলেন অত্যন্ত অমায়িক ও প্রিয় একজন মানুষ।

সতীশ শাহের শেষকৃত্য একই দিন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী চলচ্চিত্র ‘জানে ভি দো ইয়ারো’ দিয়ে বলিউডে বিশেষ পরিচিতি লাভ করেন সতীশ শাহ। এরপর ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘ফানা’, ‘ওম শান্তি ওম’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থায়ী স্থান করে নেন তিনি। টেলিভিশনেও তার সমান জনপ্রিয়তা ছিল। বিশেষত কমেডি ধারার জনপ্রিয় সিরিজ ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাকে ঘরের পরিচিত মুখে পরিণত করে।

২০১৪ সালে সাজিদ খানের ‘হামশকলস’ ছিল তার অভিনীত শেষ সিনেমা। এছাড়া ২০০৮ সালে অর্চনা পুরন সিংয়ের সঙ্গে ‘কমেডি সার্কাস’-এর সহবিচারক হিসেবেও কাজ করেছেন তিনি।

বলিউডের প্রিয় এই অভিনেতার প্রয়াণে সহকর্মী, অনুরাগী ও সংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

[news_photocard_button text="ফটোকার্ড দেখুন "]