মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গ, নারী, পুরুষ এবং শিশুসহ মোট ৬০ জন বাংলাদেশি নাগরিককে বিএসএফের কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পৃথক স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কাথুলী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কাথুলী বিওপির কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের নেতৃত্বাধীন একটি টিম এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের তেইনপুর কোম্পানির কমান্ডার এসি আনচ কুমারের নেতৃত্বাধীন দল। সেখানে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কাজিপুর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির কাজিপুর বিওপির সুবেদার মো. শাহাবুদ্দিন এবং ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের ইনস্পেক্টর এবিসন ফ্রাঙ্ক। ওই সীমান্ত দিয়ে ৮ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৭ জন তৃতীয় লিঙ্গের নাগরিকসহ মোট ৩০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, হস্তান্তরকৃত ব্যক্তিরা জীবিকার প্রয়োজনে বিভিন্ন সময় অবৈধভাবে ভারত অভিমুখে প্রবেশ করেছিলেন। সীমান্তে আটক করার পর বিএসএফ তাদের পরিচয় যাচাই সাপেক্ষে বিজিবির কাছে ফিরিয়ে দেয়।
কাথুলী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, বিএসএফের মাধ্যমে হস্তান্তরকৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের নাম, পরিচয় এবং বাড়ির ঠিকানা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাংনী থানার ওসি বনি ইসরাইল জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে সঠিক পরিচয় নিশ্চিত করে ধাপে ধাপে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত এমন সহযোগিতার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।





