সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় ভারতের খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দনা সীমান্তস্থ ১৩৩৪ নম্বর মেইন পিলারের ভারতের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। নিহত শাকিল আহমদ কানাইঘাট উপজেলার দনাপাতি ছড়া গ্রামের আব্দুর রহিম ওরফে সোনার চান্দের ছেলে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শাকিল আহমদসহ আরও দুই ব্যক্তি অবৈধভাবে মেঘালয়ের দনা খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করে সুপারি পাড়ার কাজে যুক্ত ছিলেন। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালালে শাকিল গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাদের সঙ্গীরা তাকে বাংলাদেশের ভেতরে ফিরিয়ে আনেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার জানান, সীমান্তের ভারতের ভেতরে খাসিয়াদের ছররা গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।





